সবুজ পাতায় লাল সূর্যটগবগিয়ে ওঠে,রক্তে ভেজা গোলাপগুলো থোকা থোকা ফোটে।
সবুজ পাতায় আলোর মিছিলস্বপ্ন চোখের আশ,মাটির মায়ায় বাঁধা প্রাণদেশ-প্রীতির বাস।
সবুজ পাতায় রক্তে আঁকাস্বাধীনতার মান,তারই সুরে বাজায় বাঁশিলাল-সবুজের গান।
সবুজ পাতায় আলোর শিখায়আঁধার থাকে ঢাকা,রক্তে ভেজা মাটির বুকেবীর যোদ্ধা রাখা।
রক্ত নদীর ঢেউয়ের কথাসাক্ষী পাতায় পাতায়,লাল-সবুজের সেই ইতিহাসলেখা জীবন খাতায়।
এসইউ