সাত মার্চের অগ্নিকণ্ঠ—‘যার যা আছে প্রস্তুত থাকো’পঞ্চান্ন হাজার বর্গমাইলে ভাঙে জনস্রোতপ্রতিরোধ-আগুন—লাল-সবুজসংগ্রামের শেষে মুক্তিপথধ্রুবতারা জ্বলজ্বলে—ষোলোই ডিসেম্বর।
গ্রীষ্ম বর্ষা শীত পেরিয়ে বসন্তদুর্বার দুর্লংঘ্য ভেঙে ভেঙে সম্মিলিত মুষ্টিবদ্ধকালুরঘাট থেকে মুজিবনগর হয়ে গড়েছে এ মুক্তিপথএকটি তারা—জ্বলছে অবিরাম—ষোলোই ডিসেম্বর।
ষোলোই ডিসেম্বর দিয়েছে একটি মানচিত্রষোলোই ডিসেম্বর দিয়েছে একটি পতাকাষোলোই ডিসেম্বর জ্বলছে তো জ্বলছেইষোলোই ডিসেম্বর উড়ছে তো উড়ছেই।
এসইউ