তথ্যপ্রযুক্তি

হঠাৎ বাইকের মাইলেজ কমে গেলে যা করবেন

নিয়মিত বাইক ব্যবহারকারীদের জন্য বর্তমানে সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাইলেজ। জ্বালানির দাম যেভাবে বাড়ছে, তাতে বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পাওয়াটা অনেকের কাছেই বড় চ্যালেঞ্জ। বিভিন্ন কারণে দেখা যায় হঠাৎ বাইকের মাইলেজ কমে গেছে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ উপায়ে বাইকের মাইলেজ ঠিক রাখতে পারবেন।

১. চালানোর অভ্যাসেই লুকিয়ে মাইলেজের রহস্যবাইকের মাইলেজ অনেকাংশেই নির্ভর করে চালানোর অভ্যাসের ওপর। হঠাৎ ব্রেক করা, অপ্রয়োজনীয়ভাবে ইঞ্জিন রেভ করা কিংবা দীর্ঘক্ষণ ক্লাচ চেপে রাখার মতো অভ্যাসে জ্বালানি দ্রুত খরচ হয়। অন্যদিকে সঠিক গিয়ার ব্যবহার, ধীরে গতি বাড়ানো এবং মসৃণভাবে বাইক চালালে মাইলেজ উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়।

২. ভালো মানের পেট্রোল ব্যবহার জরুরিমাইলেজের ক্ষেত্রে পেট্রোলের গুণগতমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিম্নমানের পেট্রোল ব্যবহার করলে ইঞ্জিনের ভেতরে কার্বন জমে যায়, যা ইঞ্জিনের কর্মক্ষমতা কমিয়ে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে বাইকের মাইলেজে। তাই নির্ভরযোগ্য ও পরিচিত পেট্রোল পাম্প থেকেই জ্বালানি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৩. ইঞ্জিন অয়েল ও এয়ার ফিল্টার অবহেলা নয়ইঞ্জিন অয়েল নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন না করলে ইঞ্জিনে ঘর্ষণ বেড়ে যায় এবং এতে জ্বালানি বেশি খরচ হয়। একইভাবে এয়ার ফিল্টার পরিষ্কার না থাকলে ইঞ্জিন পর্যাপ্ত বাতাস পায় না, যার ফলে দহন প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয় না এবং মাইলেজ কমে যায়। তাই এই দুটি বিষয় নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা জরুরি।

৪. নিয়মিত সার্ভিসিংয়ের বিকল্প নেইঅনেক বাইক চালকই ছোটখাটো সমস্যাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। কিন্তু এই ছোট সমস্যাগুলোই সময়ের সঙ্গে বড় আকার ধারণ করে এবং মাইলেজে নেতিবাচক প্রভাব ফেলে। সময়মতো বাইক সার্ভিসিং করলে ইঞ্জিন, ব্রেক ও অন্যান্য যন্ত্রাংশ ভালো থাকে এবং বাইকের সামগ্রিক কর্মক্ষমতা বজায় থাকে।

৫. টায়ার প্রেসারেও নজর দিনবাইকের টায়ার প্রেসার ঠিক রাখা মাইলেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অন্তত দুসপ্তাহ অন্তর টায়ারের এয়ার প্রেসার পরীক্ষা করা উচিত। টায়ারে বাতাস কম থাকলে ইঞ্জিনকে অতিরিক্ত চাপ নিতে হয়, ফলে জ্বালানি খরচ বেড়ে যায়।

আরও পড়ুন

বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?

বাইকের ‘এবিএস সিস্টেম’ আসলে কী জানেন?

সূত্র: অটোকার ইন্ডিয়া

কেএসকে