টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছেন উক্ত ব্যাচের শিক্ষার্থীরা। আগামী ৮ জুলাই বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে আমন্ত্রিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র আয়োজন করা হয়েছে। এসএসসি ৯৪ শিক্ষাবর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য সাব্বির হাসান পল। অনুষ্ঠানে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রধান অতিথি হিসেবে থাকবেন বলেও জানান তিনি।আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি