যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় ডেভিনের প্রভাবে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইন্স মনিটরিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, শীতকালীন ঝড় ডেভিনের কারণে দেশটিতে হাজার হাজার ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। এতে ছুটির সময় বিমান ভ্রমণের ওপর একটি বড় প্রভাব পড়েছে। খবর আল জাজিরার।
বিশ্বের বৃহত্তম ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৬ হাজার ৮৮৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
শীতকালীন এই ঝড়ের কারণে মধ্য-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে ‘বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি’ এবং ভারী তুষারপাতের পূর্বাভাস সম্পর্কে সতর্ক করার পরই ফ্লাইট বাতিলের হিড়িক পড়ে।
শুক্রবার শীতকালীন ঝড়ের সতর্কতা বা আবহাওয়ার পরামর্শের আওতায় ছিলেন ৪ কোটিরও বেশি আমেরিকান এবং ক্যালিফোর্নিয়ায় আরও ৩ কোটি মানুষ বন্যা বা ঝড়ের পরামর্শের আওতায় ছিলেন।
শুক্রবার রাতভর আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটিতে ২৫০ মিমি (১০ ইঞ্চি) পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়।নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং লাগার্ডিয়া বিমানবন্দর যাত্রীদের সম্ভাব্য বিলম্ব বা বাতিলকরণ সম্পর্কে সতর্ক করা হয়েছে। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, এই তিনটি বিমানবন্দরেই অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল এবং বিলম্ব ঘটেছে।
শুক্রবার জেটব্লু এয়ারওয়েজ ২২৫টি ফ্লাইট বাতিল করেছে, যা মার্কিন বিমান সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এরপরই রয়েছে ডেল্টা এয়ার লাইনস যেখানে ২১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া রিপাবলিক এয়ারওয়েজ ১৫৭টি ফ্লাইট বাতিল করেছে। অপরদিকে আমেরিকান এয়ারলাইন্স ১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স ৯৭টি ফ্লাইট বাতিল করেছে।
জেটব্লুর একজন মুখপাত্র রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ডেভিনের কারণে জেটব্লু আজ এবং আগামীকাল প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করেছে।
টিটিএন