ফরিদপুর জিলা স্কুলের ঐতিহ্যবাহী ১৮৫ বছর পূর্তি উদযাপনের আনন্দ মুহূর্তেই রূপ নেয় উত্তেজনায়। কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী জেমসের কনসার্টকে ঘিরে হামলা ও বিশৃঙ্খলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পাঁচজন নিহত হওয়ার গুজব। তবে পুলিশ ও আয়োজক কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, এই খবর সম্পূর্ণ মিথ্যা।
জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে স্কুল চত্বরে বহিরাগতদের ইট নিক্ষেপ ও হামলায় অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। তবে এ ঘটনায় কারও মৃত্যুর কোনো প্রমাণ নেই বলে নিশ্চিত করেছে পুলিশ ও আয়োজক কমিটি।আরও পড়ুনচুয়াডাঙ্গায় ধারণ করা ইত্যাদি দেখা যাবে আজতারেক রহমানের আগমনে নতুন আশার আলো দেখছেন বাঁধন
আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। কিন্তু জেমসের কনসার্টের খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে জড়ো হন। ভেতরে প্রবেশ করতে না পেরে তারা সড়কে অবস্থান নেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কিছু বহিরাগত অনুষ্ঠানস্থল লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দেওয়ালের ওপর দিয়ে মঞ্চের দিকে ইট ছোড়া শুরু হয়। তখন মঞ্চে পুরস্কার ঘোষণা চলছিল। নিরাপত্তাজনিত কারণে রাত ৯টা ৫০ মিনিটে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় তখনও জেমস মঞ্চে ওঠেননি। তিনি শহরের অন্য স্থানে অবস্থান করছিলেন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচজন নিহত হওয়ার দাবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে সৃষ্টি হয় বিভ্রান্তি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে ১০ থেকে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কয়েকজনের অস্ত্রোপচারও হয়েছে। তবে কেউ মারা যাননি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘আহত হওয়ার ঘটনা সত্য, কিন্তু মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। যারা এসব তথ্য ছড়াচ্ছে, তারা গুজব রটাচ্ছে। সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।’
আয়োজক কমিটির শৃঙ্খলা সদস্য বেনজীর আহমেদ তাবরিজও জানান, নিহতের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘এ ধরনের গুজব পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে।’
উল্লেখ্য, ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী আয়োজনের মাধ্যমে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানের সমাপনী আকর্ষণ হিসেবে নির্ধারিত ছিল জেমসের কনসার্ট, যা শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি।
এলআইএ