অর্থনীতি

আবাসন মেলার পর্দা নামছে আজ

দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৫-এর পর্দা নামছে আজ শনিবার। চার দিনব্যাপী এ মেলার শেষ দিনে দর্শনার্থী ও সম্ভাব্য ক্রেতাদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলার তৃতীয় দিন গতকাল শুক্রবার ছিল ক্রেতা ও দর্শনার্থীতে মুখর। ছুটির দিন হওয়ায় শহরের যানজট ও ব্যক্তিগত ব্যস্ততা উপেক্ষা করে অনেকেই পরিবার ও স্বজনদের সঙ্গে মেলায় আসেন।

বিকেলের পর থেকে বিভিন্ন স্টলে উপচেপড়া ভিড় দেখা যায়। কেউ খোঁজেন সাধ্যের মধ্যে একটি ছোট ফ্ল্যাট, আবার কেউ ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে প্লট কেনার তথ্য নিচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, তুলনামূলকভাবে ছোট ফ্ল্যাটের চাহিদাই বেশি লক্ষ্য করা গেছে।

মেলায় অংশ নেওয়া ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা দর্শনার্থীদের প্রকল্পের অবস্থান, মূল্য, কিস্তির সুবিধা, বুকিং প্রক্রিয়া ও মেলা উপলক্ষে দেওয়া বিশেষ ছাড় সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছেন। অনেক ক্রেতাই সরাসরি সিদ্ধান্ত না নিলেও বিভিন্ন প্রকল্প তুলনা করে দেখছেন।

হক হোমস অ্যান্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল হক বলেন, সকালে শীতের কারণে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম ছিল। তবে বিকেলের দিকে ভিড় বাড়ে এবং ক্রেতারা আগ্রহ নিয়ে প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রেডি ও অনগোয়িং আবাসন প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে ক্রিডেন্স হাউজিং লিমিটেড। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় বুকিং অফার দেওয়া হচ্ছে।

শেষ দিনের অপেক্ষায় থাকা অনেক দর্শনার্থী জানান, তারা শনিবার আবার মেলায় এসে সিদ্ধান্ত চূড়ান্ত করার পরিকল্পনা করছেন। ফলে শেষ দিনে বিক্রি ও বুকিংয়ের চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিহ্যাব ফেয়ার ২০২৫ শুধু কেনাবেচার আয়োজন নয়; এটি আবাসন খাতের বর্তমান চিত্র, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হচ্ছে।

ইএআর/এমকেআর/এএসএম