বিয়ের উপহার বলতে আমরা সাধারণত পোশাক, শো-পিস বা গৃহস্থালি সামগ্রীর কথাই ভাবি। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তিনির্ভর এই যুগে গ্যাজেটও হয়ে উঠেছে দারুণ উপযোগী ও স্মরণীয় উপহার। বিশেষ করে নতুন জীবনের শুরুতে এমন কিছু উপহার দিলে তা যেমন ব্যবহারিক, তেমনি নবদম্পতির দৈনন্দিন জীবনকেও অনেক সহজ করে তোলে।
অনেক গ্যাজেটই পাওয়া যায় সহজ বাজেটের মধ্যেই। এক হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যেই বেশ ভালো মানের গ্যাজেট পাওয়া যায়। আপনার সম্পর্ক ঘনিষ্ঠ না আনুষ্ঠানিক তা বিবেচনা করে বাজেট নির্ধারণ করলেই যথেষ্ট। চলুন জেনে নেওয়া যাক বিয়েতে বাজেটের মধ্যে কী কী গ্যাজেট উপহার দেওয়া যেতে পারে।
স্মার্টওয়াচসময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে। নতুন যুগলকে চাইলে জোড়া স্মার্টওয়াচ দিতে পারেন।
স্মার্টফোনবর্তমানে স্মার্ট ডিভাইসের সঙ্গেই আমাদের কাটছে সারাদিন। তাই একটি স্মার্টফোন উপহার হিসেবে কিনতে পারেন। বাজেটের মধ্যেই খুব ভালো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন। বাজেট একটু বেশি থাকলে জোড়া স্মার্টফোন উপহার দিতে পারবেন সাধ্যের মধ্যে।
স্মার্ট স্পিকারবর্তমানে স্মার্ট স্পিকার অনেকের ঘরেই জায়গা করে নিচ্ছে। গান শোনা, অ্যালার্ম সেট করা, আবহাওয়ার খবর জানা এমনকি স্মার্ট হোম কন্ট্রোল করতেও সাহায্য করে এগুলো। বাজেটের মধ্যে ইকো ডট বা গুগল নেস্ট মিনি-এর মতো ডিভাইস দারুণ উপহার হতে পারে। নবদম্পতি ঘরে ফিরে সহজেই মুড লাইটিং, গান বা রিল্যাক্সেশন মোড চালু করতে পারবেন কতটা দারুণ তাই না?
ইলেকট্রিক কেটলি চা-কফি প্রেমীদের জন্য ইলেকট্রিক কেটলি এক কথায় নিখুঁত উপহার। গ্যাস ছাড়াই কয়েক মিনিটে পানি গরম করা যায়। নতুন সংসারের ব্যস্ত সকালে কিংবা রাতে হালকা পানীয় বানাতে এটি বেশ কাজে আসে। দামও খুব বেশি নয় তাই বাজেটের মধ্যেই থাকবে।
ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডারনবদম্পতির নতুন জীবনে রান্নাঘরই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে হ্যান্ড ব্লেন্ডার বা স্মুদি ব্লেন্ডার দারুণ একটি ব্যবহারিক উপহার হতে পারে। জুস, ল্যাসি বা স্মুদি বানাতে এটি অনেক সুবিধাজনক। নিয়মিত ব্যবহার করা যায় এটাই বড় প্লাস পয়েন্ট।
ওয়্যারলেস ইয়ারফোন বা হেডফোনআজকাল প্রায় সবাই মিউজিক শোনেন, ভিডিও দেখেন বা অনলাইনে কাজ করেন। তাই একটি ভালো মানের ওয়্যারলেস ইয়ারফোন বা হেডফোন হতে পারে স্টাইলিশ ও ব্যবহারিক উপহার। দম্পতির জন্য একই ব্র্যান্ডের দুটি ভিন্ন রঙের সেটও কিনতে পারেন চমৎকার লাগবে!
পাওয়ার ব্যাংকবিয়ের পর অনেকেই হানিমুন বা ছোট্ট ট্রিপে যান। বাইরে মোবাইল চার্জ ফুরিয়ে গেলে সমস্যা বাড়তে পারে। তাই ভালো ক্যাপাসিটির একটি পাওয়ার ব্যাংক খুবই দরকারি উপহার। এটি ছোট হলেও উপকারিতা অনেক।
স্মার্ট এলইডি লাইটবিয়ে মানেই নতুন সংসার, আর নতুন ঘর সাজানোর আনন্দ আলাদা। স্মার্ট এলইডি লাইট দিয়ে ঘরে সহজেই অ্যাম্বিয়েন্ট বা রোমান্টিক লাইটিং তৈরি করা যায়। ফোন দিয়ে রঙ, উজ্জ্বলতা সব নিয়ন্ত্রণ করা যায় যুগলদের জন্য এটি সত্যিই চমৎকার একটি উপহার।
ইনস্ট্যান্ট ক্যামেরাযদি উপহারটি একটু আলাদা রাখতে চান, তবে ইনস্ট্যান্ট ক্যামেরা হতে পারে আকর্ষণীয় একটি অপশন। ছবি তুলেই সঙ্গে সঙ্গে প্রিন্ট পাওয়া যায় ফলে বিয়ের স্মৃতি আরও কাছের হয়ে ওঠে। যদিও দামের দিক থেকে কিছুটা বেশি, তবুও এটি স্মরণীয় একটি গিফট।
স্মার্ট প্লাগ বা স্মার্ট সুইচএগুলো দিয়ে সাধারণ ইলেকট্রনিকসকেও স্মার্ট করা যায়। মোবাইল দিয়ে লাইট বা পাখা নিয়ন্ত্রণ করা যায় এ ধরনের গ্যাজেট দম্পতির নতুন সংসারে প্রযুক্তির ছোঁয়া এনে দেবে।
ফোন স্ট্যান্ড বা চার্জিং স্টেশনদুই জনের একাধিক ডিভাইস থাকাই স্বাভাবিক। তাই একটি মাল্টি-ডিভাইস চার্জিং স্টেশন অথবা প্রিমিয়াম ফোন স্ট্যান্ড হতে পারে দারুণ প্র্যাকটিকাল উপহার।
আরও পড়ুননতুন ইয়ারফোনেই থাকবে শব্দ কমানো বাড়ানোর হুইলপেছনেও স্ক্রিন, শাওমি ১৭ নিয়ে উৎসুক অনেকে
কেএসকে