বিয়ের দিনে মেকআপ না করা ভাবাই যায় না। কনেকে তো বটেই, অতিথিদেরও সুন্দরভাবে সাজানোর জন্য মেকআপ অপরিহার্য। কিন্তু অনেকেই মেকআপ ব্যবহারের পর সঠিকভাবে তা তোলার সময় পান না। ভুলভাবে মেকআপ তুলে না নেওয়া ত্বকের ক্ষতি করতে পারে। ব্রাইডাল মেকআপ সাধারণত ভারী এবং অনেক স্তরযুক্ত হয়, তাই সঠিকভাবে তা অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভুলভাবে মেকআপ তুলে নিলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
ত্বক বুঝে মেকআপ রিমুভারমেকআপ অপসারণের সময় ডবল ক্লিনজিং পদ্ধতি গুরুত্বপূর্ণ। তবে ত্বকের ধরন অনুযায়ী মেকআপ রিমুভার ব্যবহার করুন। তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্য জেল বা ক্রিম-জাতীয় মেকআপ রিমুভার বা মেকআপ ওয়াইপ ভালো কাজ করে। শুষ্ক ত্বকের জন্য তেল-জাতীয় বা ক্রিম মেকআপ রিমুভার ব্যবহার করতে পারেন। প্রথমে মুখে ক্লিনজার ব্যবহার করে মেকআপ ভালোভাবে ধুয়ে নিন। দিনে অন্তত দুবার ক্লিনজার ব্যবহার করলে ত্বক আরও সতেজ থাকে।
মেকআপ তোলার ভালো ক্লিনজার ব্যবহার করতে হবে। এসময় দিনে অন্তত দুবার ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করুন। আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায় ভারী মেকআপ কীভাবে তুলবেন-
১. প্রাকৃতিক উপায়ে মেকআপ তুলতে দুধ ব্যবহার করতে পারেন। একটি পাত্রে এক বাটি দুধে এক টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে মুখে লাগিয়ে মাসাজ করুন। এতে আপনার মুখ সতেজ থাকবে এবং মেকআপও দূর হবে।
২. নারিকেল তেল ব্যবহার করেও পুরো মুখে ম্যাসাজ করে মেকআপ তুলতে পারেন। তারপর ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ভারী মেকআপ হলেও এটি সহজেই চলে যাবে।
৩. শসার রসও মেকআপ রিমুভার হিসেবে কার্যকর। শসা ব্লেন্ড করে বা কাটার ঘষে রস বের করুন, তুলো ভিজিয়ে মেকআপ তুলে নিন। সেনসিটিভ ত্বকের জন্য এটি নিরাপদ।
৪. পেট্রোলিয়াম জেলও মেকআপ তুলে দিতে সাহায্য করে, বিশেষ করে শীতকালে। অল্প পরিমাণ হাতে নিয়ে মুখে লাগান এবং তুলো দিয়ে মুছে নিন। দুইবার ব্যবহার করলে সম্পূর্ণ মেকআপ উঠে যাবে।
৫. অলিভ ও আমন্ড অয়েল মেকআপ তোলার জন্য খুবই কার্যকর। সম পরিমাণে দুইটি তেল মিশিয়ে একটি পাত্রে নিন। তুলো ভিজিয়ে মেকআপের ওপর লাগান, এতে মেকআপ সহজে ও দ্রুত উঠে যাবে। পাশাপাশি এই তেল ত্বককে নরম রাখে এবং ক্ষতি থেকে রক্ষা করে।
৬. মেকআপ তোলার পর ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে টোনার ব্যবহার করুন। টোনার ত্বক হাইড্রেটেড রাখার পাশাপাশি পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। টোনার হিসেবে গোলাপজল সারা মুখে মেখে এর ওপর ভালো ব্র্যান্ডের একটি ময়েশ্চারাইজার লাগান। মেকআপ তোলার পর এ ময়েশচারাইজার ক্রিম ত্বকের সুরক্ষা হিসেবে কাজ করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
আরও পড়ুন: থার্টি ফার্স্টের আগে ত্বক উজ্জ্বল হবে বাড়িতে বানানো ফেসপ্যাকে প্রাকৃতিক উপায়ে ওপেন পোরস কমান, ত্বককে উজ্জ্বল রাখুন
এসএকেওয়াই/