লাইফস্টাইল

শীতে বিয়ের মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল

শীতে বিয়ের দাওয়াতের সঙ্গে থাকে সেই চাপা উত্তেজনা-কি পরব, কীভাবে সাজব। সুন্দর পোশাক, হেয়ারস্টাইল আর মেকআপকে মিলিয়ে রাখার চেষ্টা, যেন লুক পুরোটা হয় নিখুঁত। সঠিক মেকআপ পুরো লুককে ধরে রাখে, পোশাককে আরও উজ্জ্বল করে এবং মুখের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলে। তবে শীতের শুষ্কতা, ঠান্ডার কারণে মেকআপ অনেক সময় দ্রুত ফিকে হয়ে যেতে পারে।

তবে কয়েকটি সহজ ঘরোয়া কৌশল মেনে চললে শীতেও বিয়ের মেকআপ সারাদিন সতেজ থাকবে-

১.ত্বক ঠিকমতো প্রিপারেশন করুনমেকআপের আগে ত্বক ভালোভাবে ক্লিনজ করা অত্যন্ত জরুরি, কারণ এটি ত্বকের ময়লা, তেল এবং মৃত কোষ দূর করে মেকআপকে সুন্দর ও দীর্ঘস্থায়ী রাখে। ক্লিনজ করার পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক নরম ও হাইড্রেটেড থাকে। ত্বক খুব তৈলাক্ত হলে প্রাইমার ব্যবহার করতে পারেন, যা মেকআপকে লংলাস্টিং করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে। শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং প্রাইমার ত্বককে সতেজ ও প্রাকৃতিক দেখায়। ঠোঁটের জন্য স্ক্রাব ও ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, যাতে লিপস্টিক সুন্দরভাবে বসে। চোখের পাতায় আইশ্যাডো প্রাইমার লাগালে চোখের মেকআপ দীর্ঘসময় ধরে রঙিন ও নিস্তেজ হওয়ার সম্ভাবনা কম থাকে।

২.সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া বিয়ের সাজে ফাউন্ডেশন নির্বাচন করাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটারপ্রুফ বা লংওয়্যারিং ফাউন্ডেশন ব্যবহার করলে ঘাম বা আর্দ্রতা মেকআপকে নষ্ট করতে পারে না। ফাউন্ডেশন পাতলা লেয়ারেই লাগানো ভালো, কারণ ধীরে ধীরে লেয়ার বিল্ড আপ করলে এটি ভারী বা অপ্রাকৃতিক দেখাবে না। কনট্যুর ও ব্লাশের ক্ষেত্রে প্রথমে ক্রিম বেস ব্যবহার করুন, তারপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করুন। এই পদ্ধতি মেকআপকে দীর্ঘস্থায়ী রাখে এবং ত্বকে স্বাভাবিক ও সুন্দরভাবে বসতে সাহায্য করে।

৩. চোখের মেকআপআইলাইনার বা আইশ্যাডো লংলাস্টিং প্রোডাক্ট ব্যবহার করুন। ওয়াটারপ্রুফ মেকআপ বেছে নিলে ঘাম বা আর্দ্রতা মেকআপ নষ্ট করতে পারে না। চোখের নিচে হালকা কনসিলার লাগিয়ে সেটিং পাউডার ব্যবহার করলে ব্ল্যাক সার্কেল বা ক্রিমি লুক কমে। মাসকারা, আইলাইনার এবং অন্যান্য আই-মেকআপ প্রোডাক্টও ওয়াটারপ্রুফ ও স্মাজপ্রুফ হলে মেকআপ দীর্ঘস্থায়ী থাকে এবং চোখের চারপাশ সবসময় সুন্দর দেখাবে।

৪. লিপস্টিক টিপসলিপস্টিককে দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য প্রথমে লিপ বাম ব্যবহার করে ঠোঁট প্রিপারেশন করুন। এরপর লিপ লাইনার দিয়ে আউটলাইন তৈরি করুন। তারপর লিপস্টিক লাগিয়ে টিস্যু দিয়ে অতিরিক্ত রিমুভ করুন। চাইলে আবার একটি লেয়ার লাগিয়ে সেটিং স্প্রে করুন।

৫. সেটিং পাউডার ও সিটিং স্প্রের ব্যবহার ফাউন্ডেশনের পর লাইট সেটিং পাউডার ব্যবহার করুন। এটি তেল শোষণ করে এবং মেকআপকে ঝাপসা হওয়া থেকে রক্ষা করে। আর শেষে সিটিং স্প্রে স্প্রে করলে মেকআপ আরও দীর্ঘক্ষণ থাকবে।

৬. টাচ-আপ কিট রাখুনবিয়েবাড়িতে থাকলে ছোট একটি টাচ-আপ কিট কাছে রাখুন। সেখানে ব্লটিং পেপার, লিপ কালার, প্রেসড পাউডার এবং ট্রাভেল-সাইজ সেটিং স্প্রে রাখুন। এতে ছোটখাটো টাচ-আপের মাধ্যমে সারাদিন ফ্রেশ লুক বজায় রাখা যায়।

সূত্র: ফেমিনা, হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন: অফিস শেষে বিয়ের দাওয়াত, সাজুন স্টাইলিশভাবে বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া 

এসএকেওয়াই/