তথ্যপ্রযুক্তি

নিজের এআই অবয়ব দিয়ে শর্টস বানাতে পারবেন ইউটিউবাররা

এআই দিয়ে তৈরি ব্যক্তির ডিজিটাল রূপ বা নিজের এআই অবয়ব ব্যবহার করে ইউটিউব শর্টসে কনটেন্ট তৈরির সুযোগ পাচ্ছেন নির্মাতারা। ইউটিউবের সিইও নিল মোহন জানিয়েছেন, চলতি বছরেই নির্মাতারা তাদের ‘নিজস্ব লাইকনেস’ বা চেহারা-আকৃতির এআই সংস্করণ দিয়ে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন।

ইউটিউবের বার্ষিক চিঠিতে নিল মোহন জানান-এআই প্রযুক্তিকে কনটেন্ট নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি। তবে এআই লাইকনেস ফিচারটি ঠিক কবে চালু হবে বা কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ইউটিউবের এক মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এআই ফিচার বিস্তারে জোর দিচ্ছে ইউটিউবএআই নিজস্ব ডিজিটাল অবয়ব ছাড়াও চলতি বছর নির্মাতাদের জন্য একাধিক এআই-ভিত্তিক ফিচার আনছে ইউটিউব। এর মধ্যে রয়েছে-টেক্সট প্রম্পট ব্যবহার করে এআই দিয়ে গেম তৈরি (বর্তমানে ক্লোজড বেটায়), এআইয়ের মাধ্যমে সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, চ্যানেল অ্যানালিটিক্স বিশ্লেষণে এআই চ্যাটবট, এআই অটো-ডাবিং সুবিধা, শর্টসের জন্য এআই-জেনারেটেড ভিডিও ক্লিপ।

এআই কনটেন্টের মান নিয়ে সতর্কতাতবে এআই দিয়ে তৈরি নিম্নমানের বা পুনরাবৃত্তিমূলক কনটেন্ট-যাকে অনেকে ‘এআই স্লপ’ বলে অভিহিত করছেন-এ নিয়ে সতর্ক ইউটিউব। নিল মোহন বলেন, নির্মাতাদের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দর্শকদের জন্য মানসম্মত দেখার অভিজ্ঞতা নিশ্চিত করাও ইউটিউবের দায়িত্ব। এ কারণে স্প্যাম, ক্লিকবেইট ও নিম্নমানের কনটেন্ট প্রতিরোধে বিদ্যমান সিস্টেম আরও শক্তিশালী করা হচ্ছে।

শর্টসে আসছে নতুন ফরম্যাটএআই লাইকনেস ফিচারের পাশাপাশি শর্টস ফিডেও আসছে পরিবর্তন। ইউটিউব জানিয়েছে, চলতি বছর শর্টস ফিডে ছবি পোস্টসহ বিভিন্ন নতুন ফরম্যাট সরাসরি যুক্ত করা হবে।

আরও পড়ুনএআইতে ঝুঁকছে মেটা, এক হাজারের বেশি কর্মী ছাঁটাইফোনের স্ক্রিন মাঝে মাঝেই সাদা-কালো হচ্ছে, যা করবেন

সূত্র: দ্য ভার্জ

শাহজালাল/কেএসকে