দেশজুড়ে

খানসামায় দুই হাজার মিটার জাল জব্দ ও জরিমানা

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় মাছ ধরার কারেন্ট জাল জব্দসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার দুপুরে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমাননের নেতৃত্বে  উপজেলার পাকেরহাট বাজারে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী জাল বিক্রেতাকে আব্দুস সামাদকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।জব্দকৃত জাল পরে পাকেরহাট বাজারেই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় খানসামা উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না দাস, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কৃষ্ণ সরকার, এএসআই নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এমদাদুল হক মিলন/এএম/আরআইপি