দেশজুড়ে

শেরপুরের আটক ২ জেএমবি আনসারুল্লার সদস্য

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে আটক দুই জেএমবি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে জিহাদি বই, ভিডিও, সিডি, মোবাইল সেট ও একটু চাকু উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চকপাড়া গ্রামের জামাল উদ্দিন মিস্ত্রির ছেলে সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম (২৭) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে মো: আমিনুল ইসলাম (২০)।রোববার তাদের সাতদিনের রিমান্ড চেয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে কিছু জিহাদি বইসহ জেএমবির বেশ কিছু প্রচারপত্র (লিফলেট) জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, গ্রেফতারকৃত দুই এবিটি সদস্যের বিরুদ্ধে ডিবির উপ-পরিদর্শক (এসআই) সজীব খান বাদী হয়ে সন্ত্রাসদমন আইনে একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে রিমান্ড আবেদনসহ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য সাজেদুল ইসলাম ওরফে সাদ্দামকে প্রথমে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে অপর সহযোগী আমিনুল ইলামকে গ্রেফতার করা হয়।  সাদ্দাম গাজীপুর জেলার জয়দেবপুরের মুন্সীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। সে টঙ্গি বিমানবন্দর এলাকায় একটি গার্মেন্টসে কাজ নিয়েছিল। নিজেকে সে ব্লগার রাজীব হত্যা মামলার আসামি শহীদের শিষ্য বলে দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।শেরপুরে আসার গোপন সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাদ্দামের এক বোন জামাই জেমএমবি সদস্য। বর্তমানে ময়মনসিংহ কারাগারে রয়েছে এবং তার ওই বোন জামাই জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের খাদেম হিসেবে কাজ করতো বলেও জানা যায়।জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার বলেন, গ্রেফতারকৃত দুইজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। দুই সদস্যের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা নাশকতা সৃষ্টির গোপন কোনো পরিকল্পনা নিয়েছিলো কি না তা তদন্তের পর জানা যাবে। হাকিম বাবুল/এএম/আরআইপি