দেশজুড়ে

তালায় পাচারকালে সরকারি গোডাউনের চাল আটক

সাতক্ষীরার তালায় পাচারকালে ট্রাকভর্তি সরকারি গোডাউনের চাল আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাতপুর এলাকায় এ ঘটনা ঘটে। জাতপুর এলাকার মোসলেম উদ্দীন জানান, তেঁতুলিয়া গ্রামের নাদের আকুজ্ঞির ছেলে শহিদুল আকুজ্ঞি দীর্ঘদিন ধরে সরকারি চাল পাচার করে আসছিল। পূর্বের ন্যায় শুক্রবার সন্ধ্যায় পাচারকালে ট্রাকভর্তি চাল আটক করে জাতপুর পুলিশ ক্যাম্পে দিয়েছে স্থানীয় জনতা। চালের বস্তায় কেশবপুর সরকারি গোডাউনের সিল মারা রয়েছে।তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি গোডাউনের চাল এখানে কিভাবে আসলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। আকরামুল ইসলাম/এআরএ/এবিএস