আইন-আদালত

আত্মসমর্পণের পর কারাগারে সোহেল

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৪০ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।রোববার ঢাকা সিএমএম আদালতের আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। শুনানি শেষে প্রত্যেক মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েন সিএমএম আদালত।৪০টি মামলার মধ্যে রয়েছে- পল্টন থানার নাশকতার ২২ মামলা, মতিঝিলের ৩, যাত্রাবাড়ীর ৩, মুগদার ৩, দারুসসালামের ২, ওয়ারীর ২, খিলগাঁও ২, মোহাম্মদপুর, রমনা ও শাহবাগ থানার একটি করে মামলা।হাবিব-উন-নবীর জামিন শুনানিতে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহম্মেদ তালুকদার, জয়নুল আবেদীন মেজবাহ, তৌহিদুল ইসলাম তৌহিদ, জিয়া উদ্দিন জিয়া, শাহজাদী কহিনুর পাপড়ী প্রমুখ।শুনানি শেষে সানাউল্লাহ মিয়া জাগো নিউজকে বলেন, নাশকতার ৪০ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।তিনি আরো বলেন, নাশকতার অভিযোগে ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। আমরা ন্যায় বিচার পায়নি। এর জন্য উচ্চ আদালতে যাবো।জেএ/এনএফ/এবিএস