শিক্ষার্থীদের জন্য ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাকরিপ্রার্থীদের জন্যও কম গুরুত্বপূর্ণ নয়। ভূগোলের নানাবিধ বিষয়ে ধারণা থাকলে যেকোনো পরীক্ষাতেই কৃতকার্য হওয়া যায়। তাই ‘ভূগোল’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-১. প্রশ্ন : জোয়ারের কত সময় পর ভাটা হয়?উত্তর : ৬ ঘণ্টা ১৩ মিনিট।২. প্রশ্ন : জলভাগের পরিমাণ বেশি-উত্তর : দক্ষিণ গোলার্ধে।৩. প্রশ্ন : সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-উত্তর : ক্রনোমিটার।৪. প্রশ্ন : সমুদ্রস্রোতের অন্যতম কারণ-উত্তর : বায়ু প্রবাহের প্রভাব।৫. প্রশ্ন : উপকূলে কোনো একটি স্থানে পর পর দু’টি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-উত্তর : প্রায় ১২ ঘণ্টা।৬. প্রশ্ন : পৃথিবীতে কয়টি মহাসাগর আছে-উত্তর : ৫টি।৭. প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলের পানি-উত্তর : উষ্ণ ও হালকা।৮. প্রশ্ন : ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত-উত্তর : প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৯,১৯৯ ফুট।৯. প্রশ্ন : সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কী অনুসরণ করতে হবে?উত্তর : সমুদ্রস্রোত।১০. প্রশ্ন : গভীরতম মহাসাগর-উত্তর : প্রশান্ত মহাসাগর।১২. প্রশ্ন : যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-উত্তর : সূর্যগ্রহণ।১৩. প্রশ্ন : সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-উত্তর : দ্বিগুণ।১৪. প্রশ্ন : প্রবল জোয়ারের কারণ, এ সময়-উত্তর : সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে। ১৫. প্রশ্ন : কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আছে?উত্তর : অক্সিজেন।১৬. প্রশ্ন : পৃথিবীর বহিরাবরণকে কী বলে?উত্তর : ভূ-ত্বক।১৭. প্রশ্ন : ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে-উত্তর : ভূ-ত্বক।১৮. প্রশ্ন : সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে-উত্তর : হাওয়াই দ্বীপপুঞ্জ।১৯. প্রশ্ন : জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।২০. প্রশ্ন : কোনটি রূপান্তরিত শিলা নয়?উত্তর : কেওলন।এসইউ/পিআর