স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। সম্প্রতি শহরের স্থানীয় প্লাজা মাকবায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক, কোমলমতি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটিকে স্মরণ করা হয়।বাংলাদেশ সমিতির উদ্যোগে প্রথমে ভাষা শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সমিতির সাংগঠনিক সম্পাদক শফিক খানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা আলাউদ্দিন হক, সহ-সভাপতি আবদুল আউয়াল, চ্যানেল এস’র ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নুরুল ওয়াহিদ, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, পলাশ মিডিয়া ও পলাশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আবদুস শাকুর খান, ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, সংগঠক কামরুল মোহাম্মদ ও জাকির হোসেন।বক্তারা দিনটির তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার-প্রসারের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বার্সেলোনার বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলা স্কুল, বাংলাদেশ সমিতি, বেঙ্গলী ক্রিকেট ক্লাব, ঘাতক দালাল নির্মূল কমিটি, মাদারীপুর সমিতি, পলাশ টিভি দর্শক ফোরাম, ঢাকা সমিতি, মহিলা সমিতি, বঙ্গবন্ধু পরিষদসহ অন্যান্য সংগঠন।অনুষ্ঠানে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্সেলোনার বাংলা স্কুলের শিক্ষার্থীরা কোমলমতি শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ অংশগ্রহণকারী সব শিশুকে পুরস্কার প্রদান করা হয়।এমআরএম/জেআইএম