জাতীয়

শাহজালালে আগমন-বহির্গমন হলে দর্শনার্থী প্রবেশ বন্ধ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন ও আন্তর্জাতিক বহির্গমন হল (কনকোর্স হল) দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষ্যে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন বেবিচকের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আইপিইউয়ের ১৩৬তম সম্মেলন শেষে আবারও এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে। আইপিইউ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিথিরা নিরাপদে ফিরে যাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। আয়োজক দেশ হিসেবে এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এবারের সম্মেলনের থিম বা মূল প্রতিপাদ্য হলো, ‘সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধন’।

বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী ১-৫ এপ্রিল অনুষ্ঠিতব্য এ সম্মেলন ঘিরে ঢাকায় আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি।

বিপুলসংখ্যক এসব ভিআইপি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সন্ধ্যায় এক জরুরি বৈঠক করে বেবিচক। বৈঠকে নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।

আরএম/এসআর/জেআইএম