দিনাজপুরের সদর উপজেলায় যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোকছেদ আলী (৫৫)। বুধবার রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেলে অঞ্জনা দেবী নামে এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
দগ্ধদের মধ্যে ২৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম বলেন, ভর্তির সবার ৯০ থেকে ১০০ শতাংশই পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ২৭ জনের মধ্যে ২৩ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনা দেবী ও রাতে মোকছেদ আলীর মৃত্যু হয়।
সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ মোড় শেখহাটি নামক স্থানে যমুনা অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, যমুনা অটোমেটিক রাইস মিলে সকাল থেকে ধান ছাঁটাইয়ের কাজ চলছিল। দুপুর ১২টার দিকে মিলের বয়লার প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরণ ঘটে।
এতে ২৮ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দ্রুত উদ্ধার করে ২৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও কারও নাম-ঠিকানা জানা যায়নি।
সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মিল মালিক শহরের বড় বন্দর এলাকার সুবল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
জীতু কবির/এএম/জেআইএম