জাগো জবস

২৯তম বিসিএস ফোরামের ইফতার অনুষ্ঠিত

২৯তম বিসিএস (প্রশাসন) ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মমতাজ বেগম।

আরো উপস্থিত ছিলেন সহসভাপতি রাকিবুর রহমান খান, সানজিদা ইয়াছমিন ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

ইফতার শেষে অনুষ্ঠিত সভায় আগামী ২৮ জুলাই ২৯তম ব্যাচের ছয় বছর পূর্তি উপলক্ষে সম্মিলনের তারিখ নির্ধারণ করা হয়। এ উপলক্ষে একটি স্যুভেনির প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে প্রকাশনা কমিটির আহ্বায়ক ও নাজমুল সরকারকে বাজেট কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়।

এসইউ/আরআইপি