২৯তম বিসিএস (প্রশাসন) ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মমতাজ বেগম।
আরো উপস্থিত ছিলেন সহসভাপতি রাকিবুর রহমান খান, সানজিদা ইয়াছমিন ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
ইফতার শেষে অনুষ্ঠিত সভায় আগামী ২৮ জুলাই ২৯তম ব্যাচের ছয় বছর পূর্তি উপলক্ষে সম্মিলনের তারিখ নির্ধারণ করা হয়। এ উপলক্ষে একটি স্যুভেনির প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে প্রকাশনা কমিটির আহ্বায়ক ও নাজমুল সরকারকে বাজেট কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়।
এসইউ/আরআইপি