খেলাধুলা

২-০তে জেতার সম্ভাবনা দেখছেন সাকিব

ভালোই ভালোই শেষ হলো ঢাকা টেস্ট। শেষ হাসি হেসেছে বাংলাদেশ। অথচ একটা সময় এই টেস্ট প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। আদৌ সিরিজ হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সব সমস্যার অবসান ঘটিয়ে ঢাকায় পা রাখে অসিরা।

অসিদের ঢাকায় আসার খবরটা ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সংবাদ সম্মেলনে খেলোয়াড় এবং কোচদের একটি কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সেটি হচ্ছে, অস্ট্রেলিয়াকে কি ২-০ তে হারানো সম্ভব? প্রায় সবাই উত্তর দিয়েছেন, চেষ্টা করলে অসম্ভব কিছু না।

এরপর আজ (বুধবার) ঐতিহাসিক ঢাকা টেস্টে ২০ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেই পুরনো প্রশ্নের মুখোমুখি হয়েছেন সাকিব।

২-০ তে জয়ের প্রসঙ্গে সাকিব বলেন, ‘চেষ্টা তো থাকবে যেন জিততে পারি, ওজন্যই খেলব। নাও হতে পারে, আবার ভালোভাবেও জিততে পারি। যেখানে ভালো করেছি, সেটা আরও উন্নত করতে পারি। আর যেখানে খারাপ করেছি, সেটা থেকে যেন শিক্ষা নিতে পারি।’

ম্যাচ জেতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খেলোয়াড়দের সাথে দেখা করে, কথা বলেন। প্রধানমন্ত্রীর মাঠে আসাটাকেও বড় অনুপ্রেরণা মনে করেন সাকিব। তার মতে, ‘উনি সবসময় সাপোর্ট দেয়, ক্রিকেট অনেক পছন্দ করেন। সেটাই দেখাতে এসেছিলেন। উনি বললেন, কালকেও আসতে চেয়েছিলেন, ব্যস্ততার কারণে আসতে পারেননি। পাপন ভাই বলেছেন দুই এক ওভার পেতে পারেন, তখন আর আসেননি। দলের জন্য এমন সাপোর্ট দরকার। আমাদের এটা উৎসাহ দেন। আমরা সবাই জানি, পুরো দেশ আমাদের সঙ্গে আছে।’

শেষ পাঁচটি টেস্ট সিরিজকেই সমান গুরুত্ব দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার মতে, ‘শেষ সব জয়ই গুরুত্বপূর্ণ। একটা টেস্ট ম্যাচ খেলা কতটা গুরুত্বপূর্ণ, কতটা চ্যালেঞ্জিং। আমরা সবাই সেটা জানি।’

এমএএন/এনইউ/এমএস