খেলাধুলা

লিভারপুলের বিপক্ষে সিটির গোল উৎসব

লিভারপুলের বিপক্ষে রীতিমত গোল উৎসব করেছে ম্যানসিটি। ঘরের মাঠে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস ও জার্মানির উদীয়মান তারকা লেরয় সানের জোড়া গোলের সঙ্গে আগুয়েরোর গোলে ইয়ুর্গেন ক্লপের দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অলরেড শিবিরে আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে সিটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৪ মিনিটে গোল করে এগিয়ে দেন আগুয়েরো। এ গোল করে নন-ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলের (১২৪) রেকর্ডও গড়েছেন আগুয়েরো।

ম্যাচের ৩৭ মিনিটে বড় ধাক্কা খায় লিভারপুল। সিটির গোলরক্ষক এডারসনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাদিও মানে। দশজনের লিভারপুলকে এরপর চেপে ধরে সিটি। প্রথমার্ধের যোগ করা সময়ে সিটির লিড দ্বিগুণ করেন জেসুস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। ফার্নানদিনিয়োর থ্রু পাস ধরে আগুয়েরো গোলরক্ষককে একা পেয়েও নিজে শট না নিয়ে বাড়িয়েছিলেন বাঁয়ে থাকা আক্রমণভাগের সতীর্থকে। তা থেকে বল জালে জড়ান জেসুস।

ম্যাচের ৭৭তম মিনিটে স্কোর ৪-০ করেন বদলি হিসেবে নামা সানে। আর যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন সানে। গত ৮০ বছরের মধ্যে লিভারপুলের বিপক্ষে এটিই ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় জয়। এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে পাঁচে।

এমআর/জেআইএম