রাজধানীর উত্তর বাড্ডার একটি ওষুধের দোকানে কর্মচারীর ছুরিকাঘাতে আবদুল আওয়াল (৫২) নামে দোকান মালিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ফকরুল (২০) নামে ওই কর্মচারীকে আটক করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তর বাড্ডায় একটি ওষুধের দোকান ছিল আওয়ালের। দুপুরের দিকে দোকানের কর্মচারী ফকরুল তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আওয়ালকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে কর্মচারী ফকরুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
জেইউ/এসআর/আইআই