দেশজুড়ে

অভাবের কারণে ছেলের চিকিৎসার হাল ছেড়ে দিয়েছেন বাবা

জন্মের পর থেকেই হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত ইসরাফিল সরদার। বয়স ১৮ মাস হলেও এখনো কোন সুচিকিৎসা করাতে পারেনি তার পরিবার। দিনমজুর বাবার পক্ষে সম্ভব হয়নি উন্নত চিকিৎসা করানোর। স্থানীয়ভাবে ডাক্তার কবিবার দেখালেও কোনো সুফল মেলেনি। এখন ছেলের চিকিৎসার হাল ছেড়ে দিয়ে মৃত্যুর প্রহর গুনছে তার মা-বাবা।

মানবিক এ ঘটনাটি সাতক্ষীরার তালা সদরের খানপুর গ্রামের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইসরাফিলের মাথাটি দিন দিন বড় হয়ে যাচ্ছে। সুচিকিৎসার অভাবে ঘনিয়ে আসছে ইসরাফিল সরদারের মৃত্যুর প্রহর।

ইসরাফিলের বাবা খানপুর গ্রামের আরিজুল সরদার জাগো নিউজকে বলেন, জন্মের পর থেকে ইসরাফিলের মাথাটি স্বাভাবিকের চেয়ে বড় হয়েছিলো। এরপর বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু কোনো ফল হয়নি। স্থানীয় ডাক্তার দেখালে রোগের কোনো সঠিক নামও তারা বলতে পারেননি। বলেছেন, ঢাকায় নিয়ে চিকিৎসা করালে ভালো হবে। আমি দিনমজুর মানুষ। আমার পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর সামর্থ না থাকায় ঢাকায় নিয়ে যেতে পারেনি। যার কারণে চিকিৎসার হাল ছেড়ে দিয়েছি। ইসরাফিলের বয়স প্রায় দুই বছর। এখন বাড়িতে মৃত্যুর গ্রহর গুনছে আমার ছেলেটি।

মানবিক এ ঘটনাটি নিয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জাগো নিউজকে জানান, বিষয়টি আমার জানা নেই। তবে তার চিকিৎসার ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে। অতীতেও যেভাবে হাসান, দেবশ্রীর চিকিৎসার ব্যাপারে ভূমিকা রাখা হয়েছে ঠিক তেমনি ইসরাফিলের চিকিৎসার ব্যাপারেও ভূমিকা রাখা হবে।

তিনি আরও বলেন, আমরা চাই ইসরাফিলও দেবশ্রী, হাসানের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

এদিকে, ইসরাফিল সরদারের বাবা আরিজুল সরদার তার ছেলের চিকিৎসার জন্য হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৯১৩৮৪৮৩৯৮ নম্বরে (আরিজুল ইসলাম-ইসরাফিলের বাবা)।

আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি