বলিউড বাদশা শাহরুখ খানের ৫২তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। প্রতিবারের মত এবারও তার বাড়ির সামনে ভক্তরা শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আর সেই ভিড়ে ১৩টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। ২৬ বছর বয়সী অঙ্কিত সাহু বান্দ্রা নামের এক ভক্ত থানায় মোবাইল চুরির অভিযোগও দায়ের করেছেন।
ভারতীয় গণমাধ্যমকে মুম্বাই পুলিশ জানিয়িয়েছে, বৃহস্পতিবার শাহরুখের বাড়ির সামনে যে জমায়েত হয়েছিল সেখানেই বেশ কয়েকজন ভক্তের মোবাইল ফোন চুরি হয়েছে। একজন চুরির অভিযোগ দায়ের করেছেন। এছাড়া আরও ১২টি অভিযোগ জমা পড়েছে।
উল্লেখ্য, প্রতি জন্মদিনে শাহরুখকে দেখতে শাহরুখের বাসভবন মান্নাতের সামনে জড়ো হন হাজারো ভক্ত। গতকালও তার ব্যতিক্রম হয়নি। মান্নাত থেকে শাহরুখ ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন। সঙ্গে ছিলেন ছোট ছেলে আব্রাহাম।
এনই/এআরএস/আইআই