দেশজুড়ে

বিদেশি প্রসাধনীও ভাগ করে নিয়ে গেল ডাকাতরা

মাদারীপুরের ধুরাইলের চাছারে গ্রীস প্রবাসী হাফিজুল মুন্সীর বাড়িতে ডাকাতির পর ঘরে বসেই টাকা, স্বর্ণালঙ্কার এমনকি বিদেশ থেকে নিয়ে আসা বিভিন্ন প্রসাধনী ভাগ করে নিয়ে গেছে ডাকাতরা।

ক্ষতিগ্রস্ত ও পুলিশ সূত্রে জানা গেছে, ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের গ্রীস প্রবাসী হাফিজুল মুন্সী কিছুদিন আগে দেশে ফিরে পাকা ঘর নির্মাণ শুরু করেন। অধিকাংশ কাজ সম্পন্ন হলেও ঘরের দরজা-জানালার কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন হয়নি। এই অবস্থায় তার পরিবারের সকল সদস্য টিনের ঘর রেখে পাকাভবনে থাকা শুরু করেন। বুধবার গভীর রাতে ১২ থেকে ১৩ জনের একদল ডাকাত ওই ঘরের মধ্যে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এরপর ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ৫টি দামি মোবাইল ফোন ও অর্ধ লক্ষাধিক টাকা দামের বিদেশি প্রসাধনী লুট করে। এসময় বাধা দিতে গেলে ডাকাতের মারধরে গৃহকর্তা হাফিজুল মুন্সী ও তার ছোট মেয়ে আহত হয়।

হাফিজুল মুন্সী ও তার পরিবারের সদস্যরা জানান, মুখোশধারী ডাকাতরা সবাইকে একটি রুমের মধ্যে জিম্মি করে তাদের সামনেই টাকা, মোবাইল, স্বর্ণালংকার এমনকি বিদেশি প্রসাধনীও নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

মাদারীপুর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, ঘরের জানালা দরজা ধাক্কা দিয়ে প্রবেশের সুযোগ থাকায় সহজেই এমন ঘটনা ঘটেছে।

নাসিরুল হক/এফএ/আরআইপি