দেশজুড়ে

বান্দরবানে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ : আটক ৩

'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে বান্দরবান জেলা বিএনপি শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল ও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোরশেদ বিন ওমরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় বেলা সাড়ে ১১টায় শহরের একটি রেস্তরাঁয় জেলা বিএনপির সভাপতি ম্যা মা চিংয়ের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

সৈকত দাশ/এফএ/পিআর