একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, নিযার্তন, অগ্নি-সংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজশাহীর পুঠিয়ার আব্দুস সামাদ মুসা ওরফে ফিরোজ খার (৬১) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনে আব্দুস সামাদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে ৪০৯ পৃষ্ঠার নথিপত্র রয়েছে।
রোববার ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক ও মামলার আইও মো. ফারুক।
আসামির বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের মধ্যে রয়েছে- ১৫ জনকে হত্যা, ২১ জনকে নির্যাতন, ৮-১০টি বাড়িঘর লুটপাট এবং ৫০ থেকে ৬০টি বাড়িতে অগ্নিসংযোগ।
রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে সামাদ এসব অপরাধ করেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। মামলায় মোট ৪০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে মোট ৫২ সাক্ষীর তালিকা প্রস্তুত করেছে তদন্ত সংস্থা।
উল্লেখ্যে, এ মামলার বাকি পাঁচ আসামি তদন্তের আগেই মারা যাওয়ায় তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এফএইচ/বিএ/এমএস