উদ্যোক্তা হাটে আসা নতুন উদ্যোক্তাদের তথ্যসেবা দিচ্ছে ফেসবুকভিত্তিক উদ্যোগ ‘শাহিন’স হেল্পলাইন’। উদ্যোক্তারা কীভাবে ট্রেড লাইসেন্স করবেন, কোম্পানি নিবন্ধন করবেন, কপিরাইট করবেন এরকম নানা বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে এই স্টলে।
শাহিন’স হেল্পলাইনের বিশেষত্ব হলো- নতুন, ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করা এবং তাদের জন্যই নানারকম প্রডাক্ট তৈরি করে সেবা প্রদান করা।
শাহিন’স হেল্পলাইনের উদ্যোক্তা আমিনুল ইসলাম জানান, নিজের আস্থা, দক্ষতাকে পুঁজি করে ২০১৫ সালে চাকরি ছেড়ে পুরোপুরি উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছি। এখন পর্যন্ত আমরাও ৩০০টির বেশি প্রতিষ্ঠানকে নানাভাবে সেবা প্রদান করেছি।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে শুরু হওয়া তিনদিনব্যাপী এ উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খেলা থাকছে। হাটের আয়োজক বিডিওএসএন-এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ।
এবারের হাটে মোট ৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আইপে, বিডি ভেঞ্চার লিমিটেড, এক্সনহোস্ট, নানারকম ডটকম এবং মুভ। এছাড়া গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।
এএ/পিআর