যে কোনো ধরনের হোস্টিং কেনার ক্ষেত্রে ৫০ ভাগ ছাড় দিচ্ছে হোস্টমাইট। তিনদিনব্যাপী উদ্যোক্তা হাটে এসে হোস্টিং অর্ডার করলে এই ছাড় পাওয়া যাবে। হোস্টিং ছাড়াও ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েবসাইট তৈরি, গুগলের জি-সুইট সেবা দেয় হোস্টমাইট।
হোস্টমাইটের প্রধান নির্বাহী জোবায়ের আলম বিপুল জানান, প্রতিবারের মতো এবারও আমরা উদ্যোক্তা হাটে অংশ নিয়েছি। হোস্টিমাইট শুরু থেকে মানসম্মত সেবা দিয়ে আসছে। এ ধরনের হাট আমাদের প্রচার ও প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অফার নিয়ে বিস্তারিত জানা যাবে www.hostmight.com এই ঠিকানা।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে শুরু হওয়া তিনদিনব্যাপী এ উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খেলা থাকছে। হাটের আয়োজক বিডিওএসএন-এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ।
এবারের হাটে মোট ৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আইপে, বিডি ভেঞ্চার লিমিটেড, এক্সনহোস্ট, নানারকম ডটকম এবং মুভ। এছাড়া গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।
এএ/পিআর