জোকস

আজকের জোকস : পঞ্চাশ বার বউ মারা গেছে

পঞ্চাশ বার বউ মারা গেছে

একটি ভাঙাচোড়া গাড়ির নিলাম হচ্ছে-১০ লাখ!২০ লাখ!৩০ লাখ!

এক লোক গাড়ির অবস্থা দেখে আয়োজককে বলল-

লোক : ভাই এই ভাঙা গাড়ির এত দাম কেন?

আয়োজক : এই গাড়ির একটি বিশেষত্ব আছে। এ পর্যন্ত গাড়িটা প্রায় পঞ্চাশ বার অ্যাক্সিডেন্ট করেছে।

লোক : তাতে দাম বাড়ার কী আছে?

আয়োজক : আসল কথা হচ্ছে- প্রতিবারই শুধু মালিকের বউ মারা গেছে। স্বামী কোনোদিন মরে নাই।

আরও পড়ুন- আজকের জোকস : বিয়ের পরে স্বামী-স্ত্রীর কবিতা

****

টাকা কি পকেটে রাখলেন

সহকর্মীর সঙ্গে দেখা করতে এক পকেটমার জেলগেটে এসেছে। এসে বলল-

পকেটমার : আজ সকালেই তোমার কেসটা লড়তে বিখ্যাত আইনজীবী আজমল সাহেবের সঙ্গে দেখা করলাম। নগদ পাঁচ হাজার টাকা দিতে হলো।

বন্ধু : টাকাটা কি তিনি পকেটে রাখলেন?

পকেটমার : তার নিজের তো তা-ই ধারণা।

আরও পড়ুন- আজকের জোকস : ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং

****

আসল পুরুষ হলে

সমুদ্রে গোসল করতে নেমে ঢেউয়ের সময় একটি ছেলে তার প্যান্ট হারিয়ে ফেলল। উঠে আসতে লজ্জা লাগলেও কিছু হয়নি এমন ভাব করে লজ্জাস্থানে দু’হাতে ঢেকে উঠে এলো। একটি মেয়ে সেটা দেখতে পেয়ে বলল-

মেয়ে : আসল পুরুষ হলে হাত তুলেই হাঁটেন।

ছেলে : আপনি আসল নারী হলে হাত এমনিতেই সরে যেত।

এসইউ/জেআইএম