চট্টগ্রাম সিটি করপোরেশনের গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে জাহাঙ্গীর আলম চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদ আলীকে মাত্র ৯ ভোটে হারিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।
ঘোষিত ফলাফলে জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন দুই হাজার ৮৬৪ ভোট। নিকটতম মোর্শেদ আলী পান দুই হাজার ৮৫৫ ভোট।
এছাড়াও অন্য প্রার্থীদের মধ্যে মো. ইকবাল শরীফ দুই হাজার ৫৭২, বিবি মরিয়ম দুই হাজার ৫৮, সৈয়দ নুর নবী লিটন ৯২৩ ও মো. সাকির ৩৩ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার ও বন্দর থানা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৪টি কেন্দ্রে ভোট পড়েছে ৩৪ দশমিক ০৩ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়ে হালিশহর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
নির্বাচনে বৈধ ভোট পড়ে ১১ হাজার ৩০৫টি। এছাড়া ১১০টি ভোট বাতিল করে নির্বাচন কমিশন।
এর আগে টানা তিনবার গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত হাবিবুল হকের কাছে হেরে যান তিনি।
এমবিআর/এমএস