জোকস

আজকের কৌতুক : প্রশ্নপত্র আমার বাবার প্রেসে ছাপাবেন

কৌতুক- এক : প্রশ্নপত্র আমার বাবার প্রেসে ছাপাবেন

মন্টু পরীক্ষায় প্রথম হওয়ার পর প্রধান শিক্ষক খুশি হয়ে বললেন-

শিক্ষক : খুব ভালো। আশা করি তুমি ভবিষ্যতেও এমন রেজাল্ট করবে।

মন্টু : ধন্যবাদ স্যার, আমিও আশা করি আপনি ভবিষ্যতেও প্রশ্নপত্র আমার বাবার প্রিন্টিং প্রেসে ছাপাবেন।

আরও পড়ুন- আজকের কৌতুক : দিনে একশ’টা কিস দিতাম

****

কৌতুক- দুই : ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে

বিল্টু সবসময় তার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যায়। তাই তাকে প্রতিদিন নতুন আইডি খুলতে হয়। এবার সে বুদ্ধি করে দারুণ একটি পাসওয়ার্ড দিয়েছে, যেটা ভুলে গেলেও ফেসবুকই তাকে স্মরণ করিয়ে দেবে। পাসওয়ার্ডটি হলো ‘Incorrect’ লিখতে হবে।

এরপর যখনই সে ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করে তখন ফেসবুকই তাকে পাসওয়ার্ড বলে দেয়, ‘Your Password is incorrect.’

আরও পড়ুন- আজকের কৌতুক : ইঞ্জিনিয়াররাও ডেলিভারি করতে পারে

****

কৌতুক- তিন : তোর আবার গার্লফ্রেন্ডটা কে?

দুই ছাত্র শ্রেণিকক্ষে মারামারি করছে-

শিক্ষক : এই তোরা মারামারি করছিস কেন?

১ম ছাত্র : স্যার, আপনাকে বলবো না।

শিক্ষক : কেন বলবি না? না বললে দু’জনকেই শাস্তি দেবো।

১ম ছাত্র : ও আমার গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বলেছে।

শিক্ষক : তোর আবার গার্লফ্রেন্ডটা কে?

১ম ছাত্র : আপনার মেয়ে।

শিক্ষক : থামলি কেন? আরও মার।

এসইউ/জেআইএম