চট্টগ্রাম নগরের চাইল্ড কেয়ার হাসপাতালে নবজাতক বদলের অভিযোগ ‘ভুল’ ছিল বলে জানিয়েছে অভিযোগকারী মা রুখসানা।
এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, মিশুর মা নিজের ভুল বুঝতে পেরেছেন এবং অভিযোগ তুলে নিয়েছেন। শ্বশুরবাড়ির চাপে তিনি এমনটা করেছেন বলে জানিয়েছেন।’
তিনি বলেন, ‘অভিযোগ তুলে নেয়ায় আর তদন্ত হচ্ছে না। ডিএনএ পরীক্ষার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। শিশুটিকে নিয়ে তার মা নোয়াখালীর সেনবাগ ফিরে গেছেন।’
উল্লেখ্য, মেয়ে সন্তান হলেও তার বদলে মৃত ছেলে সন্তান দেয়া হয়েছে- চট্টগ্রাম নগরের চাইল্ড কেয়ার হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ এনে গতকাল পুলিশের কাছে অভিযোগ করেন নোয়াখালীর সেনবাগ উপজেলার এক দম্পতি। এরই পরিপ্রেক্ষিতে শিশু ও তার মায়ের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
এসআর/পিআর