দেশজুড়ে

ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধা মিলা দাস হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আনিসুর রহমান সর্দারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। আনিসুর রহমান উপজেলার চাপালি গ্রামের বদর উদ্দিন বদু সর্দারের ছেলে।

কালীগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার শ্মশান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়।

হলুদ ক্ষেত নষ্ট ও গাছের ডাল কাটাসহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিলা দাসকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবনগর দাসপাড়া চিত্রা নদীর ধারে একটি আখ ক্ষেত থেকে মিলা দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার রাতে নিহতের ছেলে বেজেন দাস সাগর আনিসুর রহমানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আহমেদ নাসিম আনসারী/আরএ/পিআর