নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘অফিসার রিটার্নস’। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবিতে জুটি বাঁধছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা জলি।
গেল বুধবার (১৬ মে) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান ভি আই পি প্রজেকশন হলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, ছবিটির প্রযোজক আব্দুল বাছেত ও এর কলাকুশলীরা।
মহরতে ছবিটির জন্য শুভকামনা জানান অতিথিরা। তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘পুলিশি একশন নির্ভর গল্পে নির্মিত হবে ‘অফিসার রিটার্নস’। আগামী ২৫ জুন ঢাকাতেই এর শুটিং শুরু করবো। আশা করছি দর্শক উপভোগ করবেন এমন একটি সিনেমা হবে এটি।'
নায়ক নিরব বলেন, ‘এই সিনেমাটির গল্প দারুণ। আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবো। নিজেকে তৈরি করেছি চরিত্রের জন্য। আর জলির সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি। আশা করছি আমাদের কেমিস্ট্রি পছন্দ করবেন দর্শক।’
এই ছবিটি প্রসঙ্গে জলি বলেন, ‘এই সিনেমায় কাজ করতে মুখিয়ে আছি। সুন্দর গল্প, তরুণ নির্মাতা এবং নিরবের সঙ্গে প্রথম ছবির অভিজ্ঞতা সাফল্যের হবে এই প্রত্যাশা করি।’
ছবির নাম প্রসঙ্গে নির্মাতা বন্ধন বিশ্বাস জানান, ‘অফিসার’ নামেই ছবিটি বানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরিচালক সমিতিতে এই নামে একটি সিনেমার নাম নিবন্ধিত আছে। তাই 'অফিসার রিটার্নস’ নাম নিয়েই তৈরি হচ্ছে নিরব-জলি জুটির প্রথম চলচ্চিত্র।
এলএ