টাঙ্গাইলে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে মির্জাপুর-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী দক্ষিণপাড়া ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে টহলরত পুলিশ মির্জাপুর-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী ব্রিজের কাছে রাস্তার পাশে এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় পুলিশ তার পাশ থেকে দা, চাকু উদ্ধার করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
প্রসঙ্গত, সড়কের উক্ত স্থানে প্রতি রাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এস এম এরশাদ/আরএ/জেআইএম