জাতীয়

ইয়াবাসহ র‌্যাবের জালে এএসআই

২৮ হাজার পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে আটক করেছে র‌্যাব। আজ (শনিবার)ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ এলাকায় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় মোটরসাইকেল চালক বাশার নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন।

ফেনীর র‌্যাব-৭ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার সাফায়াত জামিল বলেন, এর আগেও তিনি (আবুল বাশার) একাধিকবার ইয়াবা চালান করেছিলেন বলে স্বীকার করেছেন।

মিমতানুর রহমান আরও জানিয়েছেন, আটক বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত অবস্থায় আছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এর আগেও তিনি কক্সবাজার থেকে ১৯ হাজার পিস ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গিয়েছিলেন।

এসআর/এফএ/এনএফ/আরআইপি/জেআইএম