অস্ট্রেলিয়ার সিডনিতে পাহাড় থেকে পড়ে নিহত অনিকে জানাজা ৪ অক্টোবর। সিডনির স্থানীয় স্থানীয় লাকেম্বা বড় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে।
শেষ বিদায় জানাতে ওইদিন বেলা ১১টা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের জন্য মরদেহ উন্মুক্ত থাকবে। পরে তার মরদেহ সিডনির রকউড সিমেট্রিতে সমাহিত করা হবে।
উল্লেখ্য, এই বাংলাদেশি শিক্ষার্থী গত শনিবার সিডনিতে পাহাড় থেকে পড়ে মারা যান। নিহত অনিক সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তদন্তে এটি দুর্ঘটনা বলেই মনে করছে অস্ট্রেলিয় পুলিশ।
এমআরএম/জেআইএম