প্রকাশ হলো বদিউল আলম খোকন পরিচালিত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ডি.এ.তায়েব অভিনীত ‘অন্ধকার জগৎ’ ছবির আইটেম গান। শনিবার বিকেলে লাইভ টেকনোলজিস এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। গানটির শিরোনাম ‘রোমিওর খোঁজে জুলিয়েট’।
গানটি লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলি আকরাম শুভ। আর এ গানে কণ্ঠ দিয়েছেন রোমানা ইসলাম রমা।
আইটেম সংটিতে দেখা যাচ্ছে ডি.এ.তায়েব শহরের একজন দাগি সন্ত্রাসী। ডিসকোতে সময় কাটাতে এসে মাহির সঙ্গে নাচে গানে মেতে উঠেছেন তিনি। তাকে গ্রেফতার করতেই ডিবি অফিসার মাহিয়া মাহি এই নর্তকীর বেশ ধরেছেন।
বেশ একটা নাটকীয়তা আছে গানটিতে। এর আগে ম্যজিক মামনি নামে একটি আইটেম গানে পারফর্ম করে দর্শক মাতিয়েছিলেন মাহি। এই গানটিও প্রকাশের ৫ঘন্টার মধ্যে লক্ষাধিকবার দেখা হয়েছে।
ছবিটিতে মাহি-তায়েব ছাড়াও আরো অভিনয় করছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, আলেকজান্ডার বো’সহ অনেকে।
এমএবি/এমবিআর