দেশজুড়ে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

কিশোরগঞ্জের ইটনা ও তাড়াইলে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। রোববার বিকেলে ইটনা উপজেলার এলংজুড়ি ও তাড়াইল উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

ইটনা থানা পুলিশের ওসি মুর্শেদ জামান বলেন, বিকেলে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে উপজেলার এলংজুড়ি ইউনিয়নের জিরাকোনা হাওরে অটোরিকশা চাপায় কৃষক নুরু মিয়া (৬৫) নিহত হন।

তাড়াইল থানা পুলিশের ওসি চৌধুরী মিজানুজ্জামান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তাড়াইল উপজেলা পরিষদের সামনে ট্রাকচাপায় সাইকেল অরোহী এক শিশু নিহত হয়। তার পরিচয় জানা যায়নি। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম