একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে দিনাজপুর-৩ (সদর) আসনে শেষ মুহূর্তে আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ায় দলীয় প্রার্থীর পরিবর্তন করেছে বিএনপি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে দিনাজপুর-৩ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক দেয়ার জন্য প্রথমে মোফাজ্জল হোসেন দুলালের পক্ষে জেলা রিটার্নিং অফিসারকে চিঠি দেয়া হয়।
পৌর মেয়র পদে থেকে জাতীয় সংসদের নির্বাচন করা যাবে বলে হাইকোর্টের আদেশের পর দিনাজপুর-৩ আসনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পান বিএনপি প্রার্থী দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরে রোববার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি জেলা রিটার্নিং অফিসারের কাছে এসে পৌঁছায়। চিঠিতে উল্লেখ করা হয়, মোফাজ্জল হোসেন দুলালকে বাদ দিয়ে বিএনপির প্রার্থী দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতীক দেয়া হোক। ফলে শেষ মুহূর্তে এসে দিনাজপুর-৩ আসনে প্রার্থীর পরিবর্তন ঘটে বিএনপির। সেই সঙ্গে খুলে যায় জাহাঙ্গীর আলমের ভাগ্য।
এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ১৮ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরা হলেন- দিনাজপুর-১ আসনে আব্দুল হক (ওয়ার্কার্স পার্টি), মোহাম্মদ তোফাজ্জল হোসেন (বিএনপি), মো. মাহাবুব আলম (জাতীয় পার্টি) ও মো. মনজুরুল ইসলাম (বিএনপি)।
দিনাজপুর-২ আসনে অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম (বিএনপি), দিনাজপুর-৩ (সদর) আসনে মোফাজ্জল হোসেন দুলাল (বিএনপি), দিনাজপুর-৪ আসনে হাফিজুর রহমান (বিএনপি), দিনাজপুর-৫ আসনে এসএম জাকারিয়া বাচ্চু (বিএনপি), মনসুর আলী (স্বতন্ত্র)।
দিনাজপুর-৬ আসনে কাজী আবু জাফর মুহম্মদ লুৎফুর রহমান চৌধুরী (ন্যাপ), মো. দেলওয়ার হোসেন (জাতীয় পার্টি), আতাউর রহমান (স্বতন্ত্র), রবীন্দ্র সরেন (ওয়ার্কার্স পার্টি), মো. নুরুন্নবী মন্ডল (গণফোরাম), আজিজুল হক চৌধুরী (স্বতন্ত্র), মো. শাহিনুর ইসলাম (বিএনপি), মো. সাখাওয়াত হোসেন শিল্পী (বিএনপি) এবং মো. লুৎফর রহমান (বিএনপি)।
বর্তমানে দিনাজপুর-১ আসনে ছয়জন, দিনাজপুর-২ আসনে পাঁচজন, দিনাজপুর-৩ আসনে ছয়জন, দিনাজপুর-৪ আসনে সাতজন, দিনাজপুর-৫ আসনে ছয়জন ও দিনাজপুর-৬ আসনে চারজন প্রার্থীসহ মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম