একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে বৈধ প্রার্থীদের মধ্যে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের কাছে এ ছয় প্রার্থী প্রত্যাহারপত্র দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তবে যেসব আসনে রাজনৈতিক দলগুলোর একাধিক প্রার্থী রয়েছে তারা কেউ প্রত্যাহার করেননি। তাদের মধ্য থেকে যাকে দলীয় অথবা জোটের প্রতীক বরাদ্দ দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেয়া হবে তিনি ছাড়া বাকিরা নিয়ম অনুযায়ী এমনিতেই নির্বাচন থেকে বাদ পড়বেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. শামীম মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী তৈমুর রেজা মো. শাহজাদ, স্বতন্ত্র প্রার্থী মো. সফিউল্লাহ, আশরাফ উদ্দিন মন্তু ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তৌফিকুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী তারেক আহমেদ আদেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রতীক বরাদ্দের জন্য কোনো চিঠি আমি পাইনি। যে আসনে যে প্রার্থীর জন্য চিঠি দেয়া হবে তাকেই দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হবে। এছাড়া বাকি প্রার্থীদের প্রার্থিতা এমনিতে বাতিল হয়ে যাবে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম