স্পেনে কানেক্ট বাংলাদেশর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা আয়োজিত হয়। সভায় গ্রেটার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকির সঞ্চালনা ও সমন্বয়ক আফসার হুসেন নিলু সভাপতিত্ব করেন।
সভায় সদ্য সমাপ্ত ইতালির রোম সম্মেলনের অভিজ্ঞতা, সাংগঠনিক রূপরেখা, গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়া, পৃথিবীর বিভিন্ন দেশের ডেলিগেটদের ভূমিকা ও কানেক্ট বাংলাদেশের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা কানেক্ট বাংলাদেশ কমিটি গঠন প্রক্রিয়া, আকার প্রকৃতি ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম আলম, সাংবাদিক দবির তালুকদার, হুমায়ুন কবির রিগান, কোষাধক্ষ্য সচিব তারেক হুসাইন, সমন্বয় সচিব মামুনুর রশীদ, সুমন আহমদ, ইব্রাহিম লিয়াকত আলী, আজাদ ইসলাম জসিম, আব্দুল মালেক, নুরুল ইসলাম প্রমুখ।
এমআরএম/জেআইএম