এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আবুল খায়ের সজীবের গল্পগ্রন্থ ‘ভালো আছি এক্সপ্রেস’। এর প্রচ্ছদ এঁকেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। বইটির মূল্য রাখা ২৫০ টাকা।
‘ভালো আছি এক্সপ্রেস’ বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে সাহস পাবলিকেশন্স-এর ৩১৩ নং স্টলে।
আবুল খায়ের সজীব। একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। খুব অল্প বয়স থেকেই লেখালেখি শুরু তার। সম্ভবত প্রাথমিকের গণ্ডি পেরুতে না পেরুতেই কলম হাতে নিয়েছেন তিনি। লিখে চলছেন অনবদ্যভাবে। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস। গীতিকার হিসেবেও পেয়েছেন সাফল্য। লিখছেন নাটকও।
এএ/এমএস