আমি অন্য জায়গায় এনগেজডপ্রেমিকা: এই নাও তোমার এনগেজমেন্টের আংটি, আমি এখন অন্য জায়গায় এনগেজড।প্রেমিক: কে সে নাম বলো, ঠিকানা বলো।প্রেমিকা: কেন ওকে মারবে নাকি?প্রেমিক: না ওর কাছে এই আংটিটা বেঁচবো!
আরও পড়ুন: আজকের জোকস : জনগণকে শত শত প্রতিশ্রুতি
****
টাকা বাঁচাতে গিয়েডাক্তারের কাছে গিয়ে শফিক দেখলো, চেম্বারের দরজায় বড় করে লেখা আছে, ‘প্রথমবার ৫০০ টাকা, এরপর ৩০০ টাকা।’ ২০০ টাকা বাঁচাতে সে মনে মনে একটা বুদ্ধি আঁটলো।
ডাক্তারের রুমে ঢুকেই বলল, ‘ডাক্তারসাহেব, আবার এলাম। আমার অসুখ তো ভালো হলো না।’
ডাক্তার ভ্রু কুঁচকে তাকালেন। মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন। তারপর বললেন, ‘আগে যে ওষুধগুলো দিয়েছিলাম, সেগুলোই চলবে। এবার ঝটপট ৩০০ টাকা দিন।’
আরও পড়ুন: আজকের জোকস : ফোনে বিরক্ত করলে যা করবেন
****
চিৎকার করার কারণএক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিৎকার করছে- পাঁচ পাঁচ পাঁচ।
পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বললো, ‘তুমি এভাবে পাঁচ পাঁচ পাঁচ বলে চিৎকার করছ কেন?’
তখন পাগলটি বলল, ‘তুমি কাছে আসো তোমাকেও দেখাই।’
লোকটি কাছে যেতেই পাগলটি ধাক্কা মেরে তাকে ডোবার মধ্যে ফেলে দিয়ে বলতে লাগল- ছয় ছয় ছয়।
এইচএন/আরআইপি