বিকেলের নাস্তায় মুখরোচক কিছু চাই? তৈরি করে নিন চিকেন টেম্পুরা। রেসিপি জানা না থাকলেও সমস্যা নেই। এটি তৈরি করা একদমই সহজ। এখনই শিখে নিন আর তারপর ঝটপট তৈরি করে নিন সুস্বাদু চিকেন টেম্পুরা-
আরও পড়ুন : বিকেলের নাস্তায় সুস্বাদু ডিমের বড়া
উপকরণ:
মুরগির বুকের মাংস দুই টুকরাআদার রস এক চা-চামচরসুনের রস এক চা-চামচগোলমরিচের গুঁড়া এক চা-চামচপাপরিকা আধা চা-চামচলাল মরিচের গুঁড়া সিকি চা-চামচডিম একটিময়দা আধা কাপ ও কর্নফ্লাওয়ার আধা কাপবরফঠান্ডা পানি সিকি কাপব্রেড ক্রাম্ব পরিমাণমতোভাজার জন্যলবণ স্বাদমতো।
প্রণালি :
প্রথমে মুরগির টুকরাগুলো পাতলা করে কেটে নিতে হবে। ধুয়ে সম্ভব হলে হাতুড়ি দিয়ে একটু ছেঁচে নিয়ে আদা-রসুনের রস ও অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন।
অন্য একটি বাটিতে ঠান্ডা পানির সঙ্গে ডিম ফাটিয়ে ব্রেড ক্রাম্ব ও তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিন।
আরও পড়ুন : সহজেই তৈরি করুন চিকেন চাপ
এবার এই মিশ্রণে একটি করে মুরগির পিস ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে তুলুন। সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।
এইচএন/এমকেএইচ