আমার আছে সীমাহীন নীলাকাশসাগরের বিস্তৃর্ণ জলরাশি, শুভ্র সাদা মেঘের ভেলা। আমি নই তো একেলা!!
আমার আছেঅরণ্য-বন-বিথীকাদিগন্তজোড়া শ্যামল শস্যক্ষেত্র, শেষ বিকেলে আলো-ছায়ার খেলা। আমি নই তো একেলা!!
আমার আছেমনমাতানো বাহারী ফুলপাখির কিচিরমিচির-কলতান, বেলাভূমি ও গোধুলিবেলা। আমি নই তো একেলা!!
আমার আছেরাতের অপরূপ তারামণ্ডল নিশ্চুপ জোছনা বিলাস, জোনাকির ঝিকিমিকি খেলা। আমি নই তো একেলা!!
আমার আছেএকরাশ বেদনা বিধুর স্মৃতিবিরহ বেদনার কাব্য, অপাঙ্গে জলাঙ্গীর মেলা। আমি নই তো একেলা!!
এসইউ/এমকেএইচ