হাকালুকি হাওরে ধরা পড়ছে শত শত ইলিশ। অন্যান্য বছর মাঝে মধ্যে ইলিশের দেখা মিললেও এই বছর তা কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
হাকালুকি হাওরের আশপাশের বাজারগুলোতে ঘুরে দেখা যায়, মাঝারি এবং ছোট সাইজের বেশ কিছু ইলিশ বিক্রি করছেন স্থানীয় জেলারা।
কুলাউড়া উপজেলার আছরিঘাট এলাকায় এক জেলের কাছে শতাধিক ইলিশের দেখা মেলে। ওই জেলে জানান, সবগুলা ইলিশ তিনি হাকালুকি হাওর থেকে পেয়েছেন। অন্যান্য জেলেরাও এমন ইলিশ পেয়েছেন।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জাগো নিউজকে জানান, ইলিশগুলা সাগর থেকে এসেছে। যেহেতু বন্যায় পানি বেড়েছে তাই সাগর থেকে মেঘনা হয়ে সিলেটের কুশিয়ারা এবং সুরমা নদী দিয়ে মাছগুলো হাকালুকি হাওরে ঢুকেছে। হাওরে ইলিশ পাওয়া গেলেও এর স্বাদ একটু ভিন্ন বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
রিপন দে/এফএ/এমকেএইচ