পটুয়াখালীর দুমকিতে সাঁকো থেকে পড়ে মিমি (৫) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঝাটারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং দুমকি এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে সাঁকো পার হচ্ছিল শিশু মিমি। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে পানিতে ডুবে যায় সে। পরে সহপাঠীদের চিৎকার শুনে পথচারী ও স্বজনরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদুর রহমান জানান, এখানে নিয়ে আশার আগেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমবিআর/এমকেএইচ